শাকিল মন্ডল, রাঙামাটি থেকে: অসহায়, দরিদ্র, বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে বরকল উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।২০শে (জানুয়ারি) বরকল উপজেলায় ভূষনছড়া, শুভলং, বরকল, আইমাছড়া ইউনিয়নে রাঙামাটি জেলা রেড ক্রিসেন্টে ইউনিটের উদ্যাগে হত দরিদ্রের মাঝে কম্বল বিতরন করা হয়।
জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য সুলতান মাহমুদ চৌধুরী (বাপ্পা) এর সার্বিক তত্ত্বাবধানে বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য শ্রী গণেশ মজুমদার, ভূষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন মহরাজ, বরকল উপজেলা মৎসজীবী লীগের সাধারন সম্পাদক মোঃ জুয়েল রানা, আইমাছড়া ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান এবং মোঃ আবু সালেহ ভূষনছড়া ইউনিয়ন মৎসজীবী লীগের সভাপতি মোঃ রুবেল সাধারন সম্পাদক মোঃ মোবারক, সাবেক ছাত্রলীগ সভাপতি অংচাইচিং মারমা,বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু বক্কর, মোঃ সবুর খান, সুবলং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক মোঃ আমিন, বিশিষ্ট সমাজবেক ও বরকল উপজেলার আওয়ামীলীগের সদস্য রুপন শাহসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী কমিটির সদস্য সুলতান মাহমুদ চৌধুরী (বাপ্পা) বলেন সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে। এ বছরও তার ব্যতিক্রম নয়। জেলার ১০ টি উপজেলায় পাঠানো হয়েছে শীতার্ত মানুষের জন্য কম্বল।