মহিউদ্দিন ভোলা, ভোলা থেকে: ২৪ ঘন্টায় ২১ জনের নমুনা পরিক্ষা করে নতুন ১০জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ভোলায় । এদের ১০জনই ভোলা সদর উপজেলার বাসিন্দা।
এ নিয়ে ভোলা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩৫ জন। মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৫জন।
শুক্রবার রাতে ভোলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।
সিভিল সার্জন কার্যলয় সূত্রে আরো জানা যায়, ভোলা থেকে এ পর্যন্ত ৩৪ হাজার ৮০৩জনের নমুনা সংগ্রহ করে রেপিট এন্টিজেন কিটস এবং পিসিআর ল্যাবে পরিক্ষা করা হয়েছে। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে ৪জন ভর্তি হয়েছে।এ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১৭ জন ভর্তি রয়েছে।
মোট সুস্থতার হার ৯৭.৭। ভোলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৭৩ জন, দৌলতখান ৫ জন ,বোরহানউদ্দিন ২জন, লালমোহন ৫জন, চরফ্যাশন ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে ভোলার বাইরে আরো ৯০ জনের মৃত্যু হয়েছে।