চট্টগ্রাম: আবারও করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
শুক্রবার (২১ জানুয়ারি) সীতাকুন্ডের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন সুজন।
সকলের কাছে দোয়া কামনা করে সুজন বলেন, দেখা যাচ্ছে যে, কোন প্রকার উপসর্গ না থাকলেও শুধুমাত্র গায়ে হালকা জ্বর থাকায় করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। সুতরাং করোনার নতুন এ ভ্যারিয়েন্টকে হালকাভাবে দেখার কোন সুযোগ নেই।
তিনি নিজে বুস্টার ডোজ গ্রহণ করার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, যারা মনে করেন বুস্টার ডোজ গ্রহণ করলে করোনা থেকে নিরাপদ থাকা যাবে সেটা সর্বক্ষেত্রে সঠিক নয়। এক্ষেত্রে টিকার পাশাপাশি সর্বদা সতর্ক থাকতে হবে। ইতিপূর্বে করোনাভাইরাসের বিস্তার রোধে বেশ কিছু বিধি নিষেধ জারি করেছে সরকার। যেখানে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সর্বক্ষেত্রে মাস্ক ব্যবহার এবং টিকা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। এমতাবস্থায় জীবনের নিরাপত্তা বিধানে সকলকে অধিকতর সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন সুজন।
তিনি বলেন আগে নিজে বাঁচুন, নিজের পরিবারের সদস্যদের বাঁচান। জ্বর, সর্দি কিংবা কাশির উপসর্গ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। পরিবারের শিশু এবং বয়োজ্যেষ্ঠ সদস্যদের প্রতিও বিশেষ নজর রাখার অনুরোধ সুজনের।
তিনি মেলা এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রসহ অধিকতর জনসমাগমকৃত কর্মসূচি নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানান। এছাড়া জনসাধারনকে নিজের জীবন রক্ষার্থে সরকারি নির্দেশনাসমূহ বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। যারা করোনাসহ বিভিন্ন রোগে শোকে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন তাদের জন্যও মহান আল্লাহতায়ালার দরবারে দোয়া কামনা করেন সুজন।