Home আকাশ পথ কলকাতা বিমানবন্দরকে ২০ লাখ টাকা জরিমানা

কলকাতা বিমানবন্দরকে ২০ লাখ টাকা জরিমানা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

রানওয়ের নিরাপত্তা বিধি না মানায়, কলকাতা বিমানবন্দরকে ২০ লাখ টাকা জরিমানা করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন।

রানওয়ের মেরামতি ও নিরাপত্তা বিধিতে প্রোটোকল মানা হয়নি। তাই রানওয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সেই কারণেই জরিমানা করা হয়েছে কলকাতা বিমানবন্দরকে।

ডিজিসিএ-এর এক শীর্ষকর্মকর্তা বলেছেন, আগেও কলকাতা বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। মাস কয়েক আগে নিরাপত্তা বিষয়ক অডিট রিপোর্টে দেখা যায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করেছেন। বিমানবন্দরের সেফটি প্রোটোকলে যা যা নিয়ম লেখা ছিল, সেসব সঠিকভাবে মানা হয়নি। তার পরই বিমানবন্দর কর্তৃপক্ষকে জরিমানা করার সিদ্ধান্ত নেয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ, রানওয়েতে ঠিকমতো আলো লাগানো হয়নি। মেরামতি সংক্রান্ত যে নিয়মগুলো ছিল সেগুলো মানেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে বিমান ওঠানামার সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও ডিজিসিএ-র নির্দেশের ব্যাপারে কোনও মন্তব্য করেনি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। গোটা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। তদন্তের জন্য একটি কমিটিও তৈরি করা হয়েছে ।