সনাতন পদ্ধতিতে যেখানে একর প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ, সেখানে এই পদ্ধতিতে খরচ ৪ থেকে ৫ হাজার টাকা
মহিউদ্দিন ভোলা, ভোলা থেকে: ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্ট এর মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক- ই- লাহী চৌধুরী। এ উপক্ষে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ তাওফিকুল আলম সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল করিম, ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক কবির প্রমুখ।
কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, ভোলা জেলায় এই প্রথম ধানের চারা রোপনে রাইস ট্রান্সপ্লান্ট অর্থাৎ যন্ত্রের সাহায্যে চারা রোপন শুরু হয়েছে। ধনিয়া ইউনিয়নের তুলাতলি গ্রামের ১১০ জন কৃষক একত্রিত হয়ে সমবায় ভিত্তিতে সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো (হাইব্রিড দুর্বার) ধানের আবাদ করার উদ্যোগ নিয়েছেন।
প্রথম পর্যায়ে কৃষকদের কোন খরচ লাগছেনা। ধানবীজসহ সকল খরচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বহন করছে। তাদের সার্বিক সহায়তায় কৃষকরা এই নতুন পদ্ধতিতে ধান চাষ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন চন্দ্র দে জানান, এই পদ্ধতিতে কৃষকের খরচ প্রায় অর্ধেক হবে। তিনি জানান, সনাতন পদ্ধতিতে যেখানে একর প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয় সেখানে এই পদ্ধতিতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হবে।