আবদুল জলিল, খাগড়াছড়ি থেকে: তৃতীয় বারের মত আয়োজিত খাগড়াছড়ি জেলা প্রশাসক টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২২’র উদ্বোধন করা হয়েছে।
২৫ জানুয়ারি (মঙ্গলবার) সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসনের অর্থায়নে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট উপ-কমিটির আহবায়ক আবু সাঈদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবদুল আজিজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমূখ।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, জেলা প্রশাসনের অর্থায়নে খাগড়াছড়ি মহিলা ক্রিকেট টিম গঠনের লক্ষ্যে ক্যাম্পিং শুরুর ঘোষণাও আজ দেয়া হয়েছে। আমরা আশা করছি সকলের চেষ্টায় খাগড়াছড়ির ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের ছেলে-মেয়েরা খাগড়াছড়ি জেলার জন্য অনেক সম্মান বয়ে নিয়ে আসবে।