বিজনেসটুডে২৪ ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় কোন করোনাভাইরাস নেই, তারপরও বিশ্বের সবচেয়ে বড় গাড়ি কারখানায় উৎপাদন বন্ধ করা হলো। কারখানাটি হুন্দাইর। চীনে বিরাজমান করোনাভাইরাসের জেরে কারখানাটি বন্ধ করতে হয়েছে হুন্দাইকে।
উসলান কমপ্লেক্সে গাড়ি তৈরির পাঁচটি প্ল্যান্ট রয়েছে। বছরে তৈরি হয় ১৪ লাখ গাড়ি। গাড়ি তৈরির যন্ত্রপাতির একটা বড় অংশই আনতে হয় চীন থেকে। সেখান থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে দুনিয়াজুড়ে। উসলান কমপ্লেক্সে উৎপাদন বন্ধ করতে হয়েছে হুন্দাইকে। কেবল হুন্দাই নয়, প্রভাব পড়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থা কিয়ার উৎপাদনেও। কারণ কিয়া সংস্থার গাড়িতে লাগানো হয় এমন ইলেক্ট্রনিক সামগ্রীও আসে চীন থেকে। সেই সাপ্লাইও বন্ধ। এর ফলে কিয়ার গাড়ি উৎপাদনে প্রভাব পড়েছে। হুন্দাইয়ের সহযোগী সংস্থা কিয়া বিশ্বের পঞ্চম গাড়ি উৎপাদনকারী সংস্থা।
দক্ষিণ কোরিয়ায় গাড়ি উৎপাদন শিল্পে বড় প্রভাব ফেলেছে করোনাভাইরাস। প্রায় ২৫ হাজার কর্মীর নিয়মিত কাজ নেই। অনেকেই পুরো বেতন পাচ্ছেন না। কর্মীদের ক্ষতিই শুধু নয়, এর ফলে গাড়ি শিল্পেও বড় আর্থিক ক্ষতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, শুধু দক্ষিণ কোরিয়াতেই পাঁচ দিন গাড়ি উৎপাদন বন্ধ থাকা মানে কমপক্ষে ছ’হাজার বিলিয়ন ডলারের ক্ষতি।