Home Third Lead স্প্যানিশ কিংবদন্তি নাদাল স্বপ্নের ম্যাচ জিতে ফাইনালে

স্প্যানিশ কিংবদন্তি নাদাল স্বপ্নের ম্যাচ জিতে ফাইনালে

বিজনেসটুডে২৪ ডেস্ক

অবশেষে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জিতে ফাইনালের টিকিট পেলেন রাফা। মাতেও বেরেত্তিনিকে হারিয়ে চলতি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন স্প্যানিশ কিংবদন্তি।

সেমিফাইনালে সপ্তম বাছাই ইতালিয়ান তারকাকে ষষ্ঠ বাছাই নাদাল হারিয়ে দেন ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ সেটে। প্রায় তিন ঘন্টা লড়াই চলেছে। চোট সারিয়ে বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন ৩৫ বছর বয়সী তারকা। মোট ২১টি গ্র্যান্ডস্লাম জয়ের সামনে।

নাদাল ফাইনালে উঠে আবেগে ভেসে গিয়েছেন, তিনি কোর্টে সকলের সামনেই কাঁদেন। এক মাস আগেও তিনি ভাবতে পারেননি যেভাবে এভাবে ফিরে আসতে পারবেন। তাই আবেগে ভেসে গিয়েছেন এই মহাতারকা। যিনি চোটের কারণে হতাশায় চলে যান।  তাই মেলবোর্ন পার্কে জিতে উঠে তিনি চোখের জল ধরে রাখতে পারেননি।

কেরিয়ারের ২৯ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন নাদাল। আগের ২৮ বারের মধ্যে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন ২০ বার। রানার্স হয়েছেন ৮ বার।

এই নিয়ে ৬ বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নেন রাফা। ১৩ বার তিনি ফরাসি ওপেনের ফাইনালে ওঠেন। ৫ বার উইম্বলডনের খেতাবি লড়াইয়ের জায়গা করে নিয়েছেন। ৫ বার উঠেছেন ইউএস ওপেনের ফাইনালে। এর আগে মাত্র একবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব পেয়েছেন রাফা।

২০০৯ সালে ফাইনালে ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্প্যানিশ তারকা। ১৩ বছরের ব্যবধান কাটিয়ে মেলবোর্ন পার্কে রাফা দ্বিতীয়বার ট্রফি তুলে ধরতে পারেন কিনা, সেটাই হবে দেখার। এর আগে বছর দুয়েক আগে ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন নাদাল। কিন্তু সেবার নোভাক জকোভিচের কাছে হেরে গিয়েছিলেন, এবার খেতাবের সামনে তিনি।