বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ২০ দেশের মধ্যে বাংলাদেশ নেই, তবে রয়েছে ভারত
জার্মান গবেষকরা একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে করোনা ছড়াতে পারে এমন ২০ টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। এই ২০ টি দেশে করোনার প্রভাব সবথেকে বেশি পড়তে পারে। সেই তালিকায় ১৭ নম্বর স্থানে রয়েছে ভারতের নাম।
বিমান বন্দরের নাম ধরে ধরে বলা রয়েছে ওই তালিকায়। মোট ৪ হাজার বিমান বন্দরের সঙ্গে চিনের সরাসরি যোগাযোগ রয়েছে, সেই সূত্র ধরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছেই। কারণ করোনা আতঙ্কে চিন ছাড়ছেন প্রচুর মানুষ। তাঁরা মূলত যেতে চাইছেন যে দেশগুলিতে, তাঁর মধ্যে রয়েছে ভারত। তাই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি জার্মান বিশেষজ্ঞদের।
মূলত চীনের সংক্রমিত এলাকা থেকে আকাশপথে বিভিন্ন দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী প্রবেশের হারের সম্ভাবনার ওপর ভিত্তি করে গবেষণা প্রতিবেদনটি তৈরি হয়েছে। এতে বলা হয়েছে, আকাশপথে ভ্রমণকারীর সংখ্যা দেখে ধারণা করা যায়, কী হারে ভাইরাস অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে। যে রুট যত ব্যস্ত, সেটিতে আক্রান্ত যাত্রী চলাচলের সম্ভাবনা তত বেশি। এই সম্ভাব্য ধারণা ব্যবহার করে অন্যান্য বিমানবন্দরগুলোতে ‘আপেক্ষিক আগমনী ঝুঁকি’ হিসাব করা হয়েছে।