মাসুদ লস্কর, হবিগঞ্জ থেকে: হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জিকে গউছসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৪০ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ এসল্ট মামলায় আদালত এই নির্দেশে দেন। মঙ্গলাবার তারা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। শুনানি শেষে দায়রা জজ এম এল বি মিজবাহ উদ্দিন আহমেদ তাদের আবেদন নাকচ করেন।
অন্য যারা জামিন পাননি তারা হলেন- তুষার আহমেদ, আব্দুল আহাদ কাজল, সুমন মিয়া, তোফায়েল আহমেদ রাসেল, নজরুল ইসলাম নাঈম, মহিবুল ইসলাম শাহিন, জালাল আহমেদ, নাজমুল হক অনি, হাফিজুল ইসলাম, মাহবুবুল হক হেলাল, শাহ রাজিব আহমেদ রিংগন, গোলাম মাহবুব, টিপু আহমেদ, শফিকুল ইসলাম সেতু, মোতাব্বির মিয়া, মো. সুজন, আবু সুফিয়ান পারভেজ, বকুল মিয়া, শাহেদ আলী, আবুল হাসেম, এনামুল হক সেলিম, রুবেল আহমেদ চৌধরী, সাইদুর রহমান, আমিনুল ইসলাম ফয়সল, এমদাদুল হক ইমরান, আতাউর রহমান লিচন, শফিকুল ইসলাম রুহেল, হেলাল আহমেদ বাবু, রায়েস চৌধুরী, এম জি মোহিত, জহিরুল হক শরীফ, মোর্শেদ আলম সাজন, অলিউর মিয়া, আবিদুর রহমান রাকিব, আবদুল আহাদ তুষার, সৈয়দ মুশফিক, পারভেজ আহমেদ, মারুফ মিয়া, মো. শাহনেওয়াজ।
গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা করানোর দাবিতে হবিগঞ্জে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ সময় কয়েকজন গুলিবিদ্ধসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হন। মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাশেম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জি কে গউছসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয়।
মামলায় সরকারি কর্তব্য কাজে বাধা, ইট-পাটকেল ও দেশি অস্ত্র ব্যবহার করে পুলিশকে আহত করা, পৌরসভা ও জেলা পরিষদ ভবনের দরজা-জানালার কাচ ভাংচুর, পুলিশের দুটি গাড়ি ভাংচুর, শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি, জিকে গউছের বাসার সামনে বিনা অনুমতিতে রাস্তা বন্ধ করে মঞ্চ তৈরির অভিযোগে মামলাটি করেন হবিগঞ্জ সদর থানার এসআই নাজমুল হাসান।
এদিকে মামলার গ্রেপ্তার এড়াতে গত ৫ জানুয়ারি ৪০ জন নেতাকর্মী হাইকোর্টে জামিনের প্রার্থনা করেন। হাইকোর্ট তাদেরকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে নির্ধারিত সময়ে হবিগঞ্জ দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ৪০ জন হাজির হয়ে জামিন চান। তাদের জামিনের বিরোধিতা করেন পিপি সিরাজুল হক চৌধুরী।