বিজনেসটুডে২৪ ডেস্ক
মিস ইউএসএ খেতাব বিজয়ী চেসলি। বয়স ৩০। ইনস্টাগ্রামে পোস্ট দেয়ার কয়েক ঘণ্টা পর ঝাঁপ দিলেন ৬০ তলা থেকে।
তার পোস্টে কি ছিল? সেখানে তিনি লিখেন ‘এই দিনটি তোমার জীবনে শান্তি ফিরিয়ে দিক।’ কার উদ্দেশে এমন বার্তা, তা খতিয়ে দেখছে পুলিশ। নেপথ্যে কোনও সম্পর্কের যোগ রয়েছে কিনা, তা নিয়েও তদন্ত চলছে।
চেসলির বাড়ি থেকে একটি নোটও পাওয়া গেছে। তাতে লেখা মায়ের জন্য সব কিছু ছেড়ে দিতে চায় সে।রবিবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। তবে কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
১৯৯১ সালে মিশিগানে জন্ম হয় চেসলির। ২০১৭ সালে আইন নিয়ে তিনি স্নাতক ডিগ্রি পাশ করেন। ২০১৯ সালে মিস ইউএসএ-র খেতাব জিতেছিলেন। এবারের মিস ইউনিভার্স ভারতীয় কন্যা হরনাজ সিন্ধুর সঙ্গে ভাল বন্ধুত্বও গড়ে উঠেছিল চেসলির।