Home সারাদেশ কমলছড়ির দুর্গম পাহাড়ে ১৭০ পরিবার পেল শীতবস্ত্র

কমলছড়ির দুর্গম পাহাড়ে ১৭০ পরিবার পেল শীতবস্ত্র

আবদুল জলিল, খাগড়াছড়ি থেকে:  খাগড়াছড়ির দুর্গম পাহাড়ী এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গনতান্ত্রিক।
২ ফেব্রুয়ারী (বুধবার) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউপির দুর্গম পাহাড়ী এলাকায় ১৭০ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
স্থানীয় কার্বারী উৎপল ত্রিপুরার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)  গনতান্ত্রিক’র সভাপতি শ্যামল কান্তি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক আলোকময় চাকমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শ্যামল কান্তি চাকমা বলেন, পাহাড়ে বসবাসরত জনসাধারণের মাঝে শান্তি স্থাপনে কাজ করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গনতান্ত্রিক। এলাকার জনসাধারণের মাঝে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।