Home Uncategorized চুয়াডাঙ্গায় সংবাদকর্মীদের সাথে ডিসির মতবিনিময়

চুয়াডাঙ্গায় সংবাদকর্মীদের সাথে ডিসির মতবিনিময়

চুয়াডাঙ্গায় নবাগত ডিসির সাথে সাংবাদিকদের মত বিনিময়
মোঃ আব্দুল্লাহ হক,  চুয়াডাঙ্গা  থেকে: নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম খান বুধবার  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন।
 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা হয়। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার।
 সভায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক সেলিম রেজা,  প্রেসক্লাব চুয়াডাঙ্গা সভাপতি মোঃ সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, আমি চুয়াডাঙ্গায় যোগদানের পর শুনেছি এই জেলার গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের অত্যন্ত চমৎকার সম্পর্ক। আশা করব- জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের এই সম্পর্ক বজায় থাকবে।