রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী থেকে: বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সাথে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত সেনা সদস্য শহীদ হাবিবুর রহমানের মরদেহ পৌরসভার ১নং ওয়ার্ডের গাজী মধ্যের বাড়ির আঙ্গিনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৫.২০ মিনিটে পটুয়াখালী কাজী আবুল কাসেম স্টেডিয়ামে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মরদেহ নিয়ে অবতরণ করে।
সেখানে সেনা সদস্যের বড় ছেলে হাসিবুর রহমান ও পরিবার মরদেহ গ্রহণ করেন। এসময় শহীদের ছোট ছেলে ও সেনা সদস্য হাবিব বিন হাসান সঙ্গে ছিলেন।
শহীদ হাবিবুর রহমানের নিজ বাড়ি পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের বহাল গাছিয়ায়। সেনা সদস্যের মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকায় চলছে শোকের মাতম। তার গ্রামের বাড়ি জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতিপুর গ্রামে। তিনি আব্দুল মজিদ সরদারের দ্বিতীয় সন্তান।
শহীদ হাবিবুর রহমানের বড় ছেল হাসিবুর রহমান এখনও বিশ্বাস করতে পারছেন না, বাবার মৃত্যু। অভিযানে যাওয়ার আগে বড় ছেলের সাথে ফোনে কথা বলেন শহীদ হাবিবুর রহমান। বলেন, কোন দাবী থাকলে ক্ষমা করে দিও, একটা কাজে বের হচ্ছি। তারপরও দেশের জন্য নিজের পিতার প্রাণ উৎসর্গকে গর্বের সাথে নিয়েছেন।
প্রতিবেশীরা জানান, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদ হাবিবুর রহমান ছিলেন নম্র ভদ্র ও শান্ত স্বভাবের। প্রতিবেশিদের সাথে ছিল অত্যন্ত সুসম্পর্ক।
সেনাবাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী জানাজা শেষে নিজের হাতে গড়া বাড়ি পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের গাজী মধ্যের বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়