Home Second Lead নূরজাহান গ্রুপের এমডিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নূরজাহান গ্রুপের এমডিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম অর্থঋণ আদালত নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ রতনসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার এই নির্দেশনা জারি হয়েছে। আদেশের কপি পাঠানো হয়েছে সব আন্তর্জাতিক বিমান বন্দর ও পুলিশের বিশেষ শাখায়।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১১৮ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৮৮৮ টাকা খেলাপি হওয়ায় ঐ নিষেধাজ্ঞা। জহির আহমেদ রতন ছাড়া অপর দু’জন হলেন তার বাবা আলহাজ আবদুল খালেক ও তার মা নুরজাহান বেগম। নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।

মামলার আদেশে আদালত জানান, ন্যাশনাল ব্যাংকের করা মামলার আসামি জহির আহমেদ রতন দেশের একজন শীর্ষ ঋণখেলাপি। এই জারি মামলাসহ অন্যান্য মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের নির্দেশনা সত্ত্বেও ব্যাংকের দেনা পরিশোধ করেনি নূরজাহান গ্রুপ।

আদালত আরও জানান, স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা বর্তমানে কানাডায় বসবাস করেন। এমডি গ্রেপ্তার এড়াতে বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তিনি যদি দেশ ত্যাগ করতে পারেন, তাহলে একাধিক ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

আদালত আরও জানায়, আসামির গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর তিন মাস অতিবাহিত হলেও ব্যাংকের কোনো টাকা পরিশোধ না করে তিনি পলাতক রয়েছেন। আদালতের জুডিশিয়াল রেকর্ড অনুযায়ী, জহির আহমেদের বিরুদ্ধে এই আদালতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দায়েরকৃত মামলার সংখ্যা ১৫টির বেশি। তার বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাবিকৃত খেলাপি ঋণের পরিমাণ চার হাজার কোটি টাকার বেশি। কোনো মামলায় টাকা পরিশোধের সদিচ্ছার প্রমাণ পাওয়া যায়নি।