বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকত আলীকে শনিবার কড়া পুলিশি প্রহরায় কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।
দুই আসামী কারাগারের কনডেমড সেলে বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম। দুপুর দেড়টার দিকে তাদেরকে এখানে পৌঁছানো হয়।
সিনহা হত্যা মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ডাদেশ দেন গত ৩১ জানুয়ারি । মামলার অপর ছয় আসামি সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, রুবেল শর্মা, পুলিশের সোর্স নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য আসামীদের বেকসুর খালাস দেয়া হয়েছে।