Home First Lead ভারতীয় সঙ্গীত জগতে এক যুগের অবসান

ভারতীয় সঙ্গীত জগতে এক যুগের অবসান

চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

 

বিজনেসটুডে২৪ ডেস্ক

জীবনযুদ্ধে হার মানলেন সুর সম্রাজ্ঞী ৯২ বছর বয়সি লতা মঙ্গেশকর। রবিবার সকাল ভারতীয় সময় ৮ টা ১২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি মুম্বাইর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মুম্বইয়ের শিবাজি পার্কে। সেখানেই তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা।  শেষকৃত্য সম্পন্ন হবে।

করোনা সংক্রমণ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। গত মাস থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা ওঠা নামা করছিল। মাঝে পরিস্থিতি উন্নত হওয়ায় তাঁকে ভেন্টিলেশন থেকে বের করাও হয়েছিল। কিন্তু শনিবারই ফের তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। আবারও ভেন্টিলেশনে নিতে হয় বর্ষীয়ান শিল্পীকে। গত রাতেই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। তিনি জানিয়েছিলেন দিদি স্থিতিশীল রয়েছেন। তবে শেষরক্ষা হল না।

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসক ডঃ প্রতীত সমদানির তত্ত্বাবধানে ছিলেন তিনি। তিনি জানালেন রবিবার সকালে মাল্টি-অর্গান ফেলিওর হয় লতার। আর তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও পরলোকে পাড়ি দিলেন লতা। বয়সই তাঁর সুস্থতার বিপক্ষে গেছে বলে মনে করা হচ্ছে।