বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের পথে প্রথমবারের মত কোন কন্টেইনার জাহাজ রওনা হলো আজ সোমবার। লাইবেরিয়া পতাকাবাহী জাহাজ এমভি সোঙ্গা চিতা দুপুর ২ টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে নোঙর তোলে।
এরমধ্যে দিয়ে শুরু হলো সমুদ্রপথে বাংলাদেশ থেকে সরাসরি কন্টেইনার জাহাজে পণ্য রপ্তানি। ৯৫২ টিইউজ নিয়ে জাহাজটি বন্দর থেকে গেছে ইতালির রাভেনার উদ্দেশ্যে। ‘এমভি সোঙ্গা-চিতা’ জাহাজের স্থানীয় প্রতিনিধি রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেডে
রপ্তানিকারকরা জানান, বাংলাদেশ থেকে ইউরোপে পণ্য পৌঁছতে সময় লাগতো ২৮ দিন পর্যন্ত। ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়। কিন্তু এখান থেকে ইউরোপীয় দেশগুলোর সরাসরি কন্টেইনার জাহাজ সার্ভিস চালু না থাকায় সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার কেলাং ইত্যাদি বন্দর হয়ে ক্রেতাদের কাছে পণ্য পাঠাতে হয়।ফিডার জাহাজে এখন যেতো ট্রান্সশিপমেন্ট পোর্টে। তারপর মেইন লাইনের জাহাজে যেতো। সেক্ষেত্রে এখন সরাসরি জাহাজে পৌঁছে যাবে ১৫ দিনের মধ্যে। এতে খরচ কমবে প্রায় ৪০ শতাংশ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম-ইতালি রুটে সরাসরি পণ্য পরিবহনের জন্য দুটি কন্টেইনার জাহাজের অনুমোদন দেয়। এর একটি হলো ‘সোঙ্গা-চিতা’ ।