সোবহান আলম, নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে: এক মাথা দু মুখ ও দু’জিহ্বা নিয়ে জন্ম হয়েছে গরুর বাছুর। দুই মুখ দিয়েই মা গাভীর দুধ পান করেছে বাছুরটি। অদ্ভুত বাছুরটি দেখতে আশপাশের মানুষ ভিড় করছেন সেখানে।
উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ইঠাখুর গ্রামে রবিবার জন্ম বাছুরটির। এর মালিক আমিজা বেগম। তিনি ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী এবং আতিয়ার রহমানের মেয়ে।
আমিজা বেগম জানান, গত বছরের এপ্রিল মাসের শুরুতে ডাক্তার দেখানো হয় গরুটিকে। সাধারণত গাভী ৯ মাস পর বাচ্চা দেয়। কিন্তু ৮ মাসের মধ্যেই প্রসব হয় গরুটির। গরুর এমন বাছুর জন্মাতে পারে, তা স্বপ্নেও ভাবিনি । দেশি জাতের বাছুরটির জন্মের পর থেকে কিছুটা দুর্বল হলে মা গভীর পাশাপাশি আলাদা করে খাওয়ানোর চেষ্টা করা হয়। বাছুরটি এখন পর্যন্ত জীবিত আছে।
স্থানীয়রা বলছেন, এটি বিরল ঘটনা। এ ধরনের ঘটনা আগে কখনো দেখেননি তারা। আসল মাথা কোনটি, কোন মুখ দিয়ে ঘাস খাবে বাছুরটি এই নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেছেন, এটা একটা জন্মগত সমস্যা; যা কনজেনিটাল অ্যাবনরমালিস এবং টেরাটোজেনিক ইফেক্টের কারণে হয়ে থাকে।