Home Third Lead জীবননগরে ৩ কি.মি গ্রামীণ সড়কজুড়ে শাকবীজ

জীবননগরে ৩ কি.মি গ্রামীণ সড়কজুড়ে শাকবীজ

শুকাতে দেয়া বীজে সয়লাব গোটা সড়কপথ
মুতাছিন বিল্লাহ, জীবননগর থেকে: জীবননগর বাঁকা ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের রাস্তায় রাস্তায় লালশাকের বীজ। সংগ্রহের জন্য  ওপর শুকাতে দেয়া হয়েছে। আর তাতে সমস্যায় পড়েছেন পথচারিরা। ঘটছে দুর্ঘটনাও। উপজেলা প্রশাসনের সকর্ততা সত্ত্বেও সংশ্লিষ্টরা নির্বিকার।
চলাচলের মূল সড়ক জুড়ে  শাকবীজ শুকাতে দেওয়ায় বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা। প্রায় একমাস ধরে চলছে এ দুর্ভোগ। রাস্তার ওপর বীজ শুকানো বন্ধের জন্য  উপজেলা নিবার্হী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপ কামনা করছেন পথচারী, শিক্ষার্থী ও স্থানীয়রা।
সরেজমিনে দেখা গিয়েছে,  মিনাজপুর থেকে কুলতলা গামী প্রায় তিন কিলোমিটার পাকা রাস্তা দিয়ে ওই গ্রামের সাধারণ লোকজন সহ বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করে এবং মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে।
 বীজ সংগ্রহের জন্য রাস্তার উপর শুকাতে দেয়ার ফলে  চলাচল দায় হয়ে পড়েছে। এমন কি প্রায় সময়  সড়কগুলোতে মোটর সাইকেল দুর্ঘটনায় পড়ছে।
 দুই সপ্তাহ আগে মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একজন যুবক মোটরসাইকেল যোগে কুলতলা গ্রামে যাওয়ার পথে লাল শাকের বীজে পিচলে পড়ে আহত হয়।  ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাস্তায় শাকবীজ শুকানোর ফলে স্থানীয় লোকজনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদেরও চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মাসুম, রিপন, হাবিবা জানায়, আগে  রাস্তা দিয়ে আমরা সোজাসুজি স্কুলে চলে আসতাম। এখন রাস্তায় বীজ শুকাতে দেয়ায়  বাইসাইকেল নিয়ে স্কুলে যেতে আমাদের অনেক সমস্যা হচ্ছে।
পথচারী বাপ্পী জানান, রতিদিন মিনাজপুর  গ্রামের রাস্তা দিয়ে চলাচল করছি। এখন হঠাৎ করে এক মাস ধরে এলাকার বেশ কিছু কৃষক রাস্তার উপর লাল শাকের বীজ রাখার ফলে মোটরসাইকেল নিয়ে যেতে আমাদের অনেক সমস্য হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায়।
জীবননগর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম জানান, রাস্তার উপর শাকের বীজ দেওয়ায় পথচারীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি রাস্তাটি নষ্ট হচ্ছে। এবিষয়ে চেয়ারম্যান ও মেম্বারদের দিয়ে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে, তবে বিষয়টি কেউ তেমন আমলে নেয়নি।  আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবো ।