Home আন্তর্জাতিক হর্ন বাজিয়ে মিছিল নিয়ে নিউজিল্যান্ডে বিক্ষোভ  

হর্ন বাজিয়ে মিছিল নিয়ে নিউজিল্যান্ডে বিক্ষোভ  

ছবি সংগৃহীত

 

বিজনেসটুডে২৪ ডেস্ক

নিউজিল্যান্ডে সংসদ ভবনের চতুর্দিকে কয়েক শ’ ট্রাক মানুষের বিক্ষোভ হয়েছে। তাদের হাতের প্লেকার্ডে লেখা ছিল ‘আমাদের স্বাধীনতা ফিরিয়ে দাও’, ‘জোর করে সম্মতি আদায় করা যায় না’। হর্ন বাজিয়ে মিছিল করে সেখানে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারি।

কিছুদিন আগে কানাডায়  কোভিড বিধি ও ভ্যাকসিনের  বিরুদ্ধে পথ অবরোধ করেছিলেন ট্রাকচালকরা। এবার তারই পুনরাবৃত্তি হল নিউজিল্যান্ডে।

 

বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন স্টু মেইন নামে এক ব্যক্তি। তিনি বলেন, “আমি ভ্যাকসিন নিয়েছি। কিন্তু ভ্যাকসিন নিতে কাউকে জোর করা উচিত নয়। কাউকে যদি জোর করে ভ্যাকসিন দেওয়া হয়, তা খুবই লজ্জাজনক ব্যাপার হবে।” পুলিশ জানিয়েছে, বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। কেউ গ্রেফতার হয়নি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডেন বলেন, যারা কনভয় নিয়ে বিক্ষোভ দেখাতে এসেছে, তাদের সঙ্গে আলোচনায় বসার প্রশ্ন নেই। কারণ দেশের বেশিরভাগ মানুষ সরকারের টিকাকরণ কর্মসূচি সমর্থন করেছেন। তাঁর কথায়, “নিউজিল্যান্ডের ৯৬ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এর ফলে আমরা কোভিড বিধি অনেকাংশে শিথিল করে দিতে পেরেছি।”

নিউজিল্যান্ডে স্বাস্থ্য পরিষেবা, পুলিশ, প্রতিরক্ষা ও শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত প্রত্যেক কর্মীর ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে ভ্যাকসিন নিলে একটি বিশেষ পাস দেওয়া হয়। রেস্তোরাঁয় বা স্টেডিয়ামে ঢুকতে হলে সেই পাস কাজে লাগে।

কানাডায় ট্রাকচালকরা তাঁদের কনভয়ের নাম দিয়েছিলেন ‘ফ্রিডম কনভয়’। তাঁরা এক সপ্তাহ কানাডার রাজধানী ওট্টাওয়া ঘেরাও করেছিলেন। এর ফলে কানাডা সরকার জরুরি অবস্থা জারি করে।