ভিসির পদত্যাগের বিষয়টি রাষ্ট্রপতিকে জানাবেন শিক্ষামন্ত্রী
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিরাজমান অচলাবস্থা নিয়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষামন্ত্রী দীপুমনির আলোচনা ফলপ্রসূ হয়েছে। উপাচার্য়ের পদত্যাগ দাবির বিষয়টি তিনি আচার্য ও রাষ্ট্রপতিকে জানাবেন।
শুক্রবার সিলেট সার্কিট হাউসে শিক্ষার্থী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এর আগে শুক্রবার দুপুর ৩টার দিকে সিলেট সার্কিট হাউসে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগসহ নিজেদের দাবি-দাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, এটি মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের এখতিয়ার। তাদের দাবির বিষয়টি আমি রাষ্ট্রপতিকে জানাব। এ ছাড়া বৈঠকে অন্যান্য দাবির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান।
এ দিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালে উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে পাঁচ শতাধিক শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শিক্ষামন্ত্রী। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ তার সঙ্গে ছিলেন।