Home দিল্লি চেন্নাইয়ের কুমির পাড়ি দিচ্ছে গুজরাতে

চেন্নাইয়ের কুমির পাড়ি দিচ্ছে গুজরাতে

মাদ্রাজ কুমির ব্যাংক

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের তামিলনাড়ুর চেন্নাই থেকে গুজরাত যাচ্ছে প্রায় ১ হাজার কুমির। মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংকের এসব কুমির সেখানে প্রেরণ সম্পন্ন হচ্ছে শিগগির।

বন বিভাগের আওতায় কয়েক হাজার কুমির রয়েছে ক্রোকোডাইল ব্যাংকে। আগে সেখান থেকে বিভিন্ন স্থানে পাঠানো হতো সেখান থেকে। ১৯৯৪ সালে তা বন্ধ করে দেয়া হয়। ফলে এখন বিপুল সংখ্যক কুমির জমে গেছে। এই পরিস্থিতিতে খরচ চালাতে হিমশিম খাচ্ছে ক্রোকোডাইল ব্যাংক। তার ওপর বর্তমান করোনা মহামারীতে তাদের আর্থিক অবস্থা বেশ শোচনীয়। সেই কারণেই আর্থিক ভাবে রুগ্ন চিড়িয়াখানার হাল ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক হাজার কুমিরকে সরাসরি চেন্নাই থেকে পাঠানো হবে গুজরাতের গ্রিনস জু-লজিক্যাল রেসকিউ অ্যান্ড রি-হ্যাবিলিটেশন সেন্টারে।

এক হাজার কুমিরের মধ্যে প্রথম ধাপে গুজরাতে নিয়ে যাওয়া হচ্ছে শুধুমাত্র পুরুষ কুমিরদের। প্রজননের সময় মহিলা কুমিরদের গুজরাতে নিয়ে যাওয়া হবে। তবে কুমির স্থানান্তরের সম্পূর্ণ প্রক্রিয়াটি বন দফতরের অধীনে সম্পন্ন হবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া সংস্থার হাল ফেরাতে এই সিদ্ধান্ত বিশেষ ভাবে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। মাদ্রাজ ক্রোক ব্যাঙ্ককে পৃথিবীর অন্যতম সরীসৃপ চিড়িয়াখানায় তৈরি করাই তাঁদের লক্ষ্য ।

বর্তমানে মাদ্রাজ কুমির ব্যাঙ্ক বা ওই চিড়িয়াখানার অধীনে শুধুমাত্র কুমিরই নয়, রয়েছে আরও হাজার দু’য়েক প্রাণী। এর মধ্যে ১৫টি প্রজাতির কুমির, ১৫টি প্রজাতির সাপ আছে, কচ্ছপ রয়েছে ৪টি প্রজাতির। এছাড়াও চিড়িয়াখানাটিতে একাধিক প্রজাতির টিকটিকি ও চেলোনিয়ান রয়েছে ।