Home সারাদেশ চুনারুঘাট থেকে হাত পা বাঁধা অজ্ঞান একব্যক্তিকে উদ্ধার

চুনারুঘাট থেকে হাত পা বাঁধা অজ্ঞান একব্যক্তিকে উদ্ধার

মাসুদ লস্কর, হবিগঞ্জ থেকে: চুনারুঘাট উপজেলার পশ্চিম পাঁচগাথিয়া গ্রাম থেকে হাত-পা বাঁধা অজ্ঞান এক ব্যক্তিকে উদ্ধার করে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় জনসাধারণ।  উদ্ধার করা ব্যক্তির নাম আবদুল হক (৪০)। তিনি ঐ গ্রামের হাফেজ আলীর পুত্র।

শনিবার সকালে অজ্ঞান আবদুল হককে  সেখানে কবরস্থানের ঝোপের আড়াল থেকে উদ্ধার করা হয়। পারিবারিক সূত্র জানায়, আগের রাত আনুমানিক ১২টায় তিনি জমির সেচের অবস্থা দেখতে যান।  কোদাল নিয়ে বের হন। কিন্তু আর ফেরেননি।

বাড়ি না ফেরা ও ফোন বন্ধ থাকায়  ভোর থেকে তাকে খুঁজতে শুরু করেন স্বজনরা। জমির নালার পাশে কোদাল ও রক্ত দেখতে পান তারা। তখন পার্শ্ববর্তী মানিক মিয়ার কবরস্থানে ঝোপের আড়ালে হাত-পা, লিঙ্গ বাঁধা ও পায়ূপথে কাঠি ঢুকানো অবস্থায় অজ্ঞান আবদুল হককে পাওয়া যায়।  দেহে ছিল আঘাতের চিহ্ন।  বিষয়টি চুনারুঘাট থানাকে অবগত করলে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে।

প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এবং সেখান থেকে  হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে  তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ইউপি মেম্বার কাছম আলী বলেন, আবুদল হককে রাত থেকে পাওয়া যাচ্ছে না সংবাদে তিনিও খুঁজতে বের হন। বিষয়টি চুনারুঘাট থানাকে অবগত করলে ওসি মোঃ আলী আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।

আবদুল হকের বড় ভাই ফজলুল হক বলেন, তার জানা মতে মেয়ের জামাই এমরানের সাথে মামলা মোকদ্দমা ও দ্বিতীয় স্ত্রী মালেকার সাথে মনোমালিন্য ছাড়া আর কোনো ঝগড়া বিবাদ কারোর সাথে নেই।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) জানান,  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।