বিজনেসটুডে২৪ ডেস্ক
দক্ষিণ আফ্রিকার উমোজা গ্রাম। মেরেকেটে আড়াইশো বাসিন্দা আছেন সেই গ্রামে। তবে সকলেই মহিলা। কোনও পুরুষ নেই সেখানে। গত ৩০ বছর ধরে আফ্রিকার উমোজা গ্রামে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ।
কেন উমোজায় পুরুষরা প্রবেশ করতে পারেন না তার কাহিনি দীর্ঘ। কিন্তু চমকপ্রদ বিষয় হল, পুরুষের প্রবেশ এখানে নিষিদ্ধ হলেও মহিলারা গর্ভবতী হন এই গ্রামেই। বংশবিস্তারও চলে। জন্ম নেয় নতুন প্রাণ।
দক্ষিণ আফ্রিকার জঙ্গলের মাঝে রয়েছে এই এক চিলতে গ্রাম। ১৯৯০ সালে এই গ্রাম গড়ে তোলা হয়েছিল। জানা যায়, এখানকার ১৫ জন মহিলাকে ব্রিটিশ সেনারা ধর্ষণ করেছিল। সঙ্গে নানারকম শারীরিক অত্যাচারও চলেছিল দেদার। তারপর থেকেই পুরুষদের উপর ঘৃণা জন্মায় তাঁদের মনে।
ওই ১৫ জন মহিলাই জঙ্গলের মধ্যে গিয়ে নতুন একটি গ্রাম স্থাপন করেন। জন্ম হয় উমোজার। সেখানে তাঁরা সমস্ত অবহেলিত, নির্যাতিত মহিলাদের ঠাঁই দেন। আর কোনও পুরুষ যে গ্রামে প্রবেশের অনুমতি পান না।
কিন্তু কেন তা সত্ত্বেও গর্ভবতী হয়ে পড়ছেন উমোজার মহিলারা?
জানা যাচ্ছে, নিষেধাজ্ঞা থাকলেও রাতবিরেতে আশপাশের অঞ্চল থেকে ছেলেরা এই গ্রামে ঢুকে পড়েন ঠিকই। নিজেদের পছন্দমতো মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কও হয় তাঁদের। তারপর যথাসময়ে ঘরে আসে সন্তান।
কিন্তু সন্তান জন্মের পর আর সেই গ্রামের মহিলারা কারও সঙ্গে সম্পর্ক রাখেন না। পুরুষদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেন তাঁরা। সন্তানকে নিজেরাই মানুষ করেন, বড় করে তোলেন নিজেদের পরিচয়েই। পুরুষতান্ত্রিক সমাজে আফ্রিকার উমোজা যেন এক প্রত্যক্ষ প্রতিবাদের মতো জ্বলে আছে আজও।