Home আইন-আদালত পীতম্বরী ও কালো হাঙ্গরের ৪ মণ শুঁটকি উদ্ধার

পীতম্বরী ও কালো হাঙ্গরের ৪ মণ শুঁটকি উদ্ধার

হাঙ্গরের শুঁটকি তৈরির অপরাধে ৫ জনের জেল
 
সংবাদদাতা, কুয়াকাটা থেকে: কুয়াকাটা ও মৎস্যবন্দর মহিপুরে অবৈধভাবে হাঙ্গর শিকার ও শুঁটকি তৈরির অপরাধে
পাঁচজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও পটুয়াখালী বনবিভাগ কুয়াকাটা-মহিপুর এলাকার বিভিন্ন শুঁটকি কেন্দ্রে আকস্মিক অভিযান চালায়।
এসময় কুয়াকাটা এবং মহিপুরের চারটি শুঁটকি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চার মণ ওজনের প্রায় ১৩ লাখ টাকা মূল্যের পীতম্বরী হাঙ্গর ও কালো হাঙ্গরের দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। এরপর নির্বাহী ম্যজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার জগৎবন্ধু মন্ডল পাঁচ ব্যবসায়ীকে বিনাশ্রম তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
তারা হলেন, রুবেল মিয়া (২৯), রুবেল হাওলাদার (২৩), মোশাররফ (৩৭), জুবায়ের (১৯) ও জহিরুলল (৪০)। এ অভিযানে পটুয়াখালীর সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম, বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিকসহ বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।