বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মোংলা: মেট্রোরেলের আরও একটি চালান এসে পৌঁছেছে সোমবার সকালে। পানামা পতাকাবাহী জাহাজ এমভি হরাইজন-৯ চালানটি নিয়ে ৮ নম্বর জেটিতে ভিড়েছে। জাপানের কোবে থেকে চালানটি শিপমেন্ট হয় গত ১ ফেব্রুয়ারি।
এটা অষ্টম চালান। এই চালানে এসেছে মেট্রো রেলের ৪টি বগি ও ৪টি লোকোমোটিভ এবং আরও ৩৬টি প্যাকেজে ৪৮৮ মেট্রিক টন যন্ত্রাংশ । এ বছর আরও ৮২টি বগি আসার কথা। এর আগে ৫৬টি বগি এসেছে।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মিত হচ্ছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে। মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে ১৬টি স্টেশন থাকবে।