Home First Lead গায়ক সুরকার বাপ্পি লাহিড়ি আর নেই

গায়ক সুরকার বাপ্পি লাহিড়ি আর নেই

বাংলার চেয়ে মুম্বইতেই বাপ্পি লাহিড়ির দাপট ছিল বেশি। আশি নব্বইয়ের দশকে বলিউডকে একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। ‘ডিসকো ডান্সার’ থেকে শুরু করে ‘চলতে চলতে’ তাঁর গান অমর হয়ে রয়েছে। ২০২০ সালে তার শেষ গান বাগি- ৩ এর জন্য।

বিজনেসটুডে২৪ ডেস্ক

প্রখ্যাত গায়ক  ও সুরকার বাপ্পি লাহিড়ি আর নেই। মুম্বইয়ের হাসপাতালে মঙ্গলবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

গতকাল রাতেই বাংলার সঙ্গীতজগত হারিয়েছে তার সন্ধ্যাতারাকে। ৯০ বছর বয়সে হাসপাতালে মৃত্যু হয়েছে ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সেই শোকের রেশ কাটতে না কাটতেই ফের ছন্দপতন। বাংলার সুরের জগতে তৈরি হল আরও বড় শূন্যতা। বাপ্পি লাহিড়ির মৃত্যু কাঁদাল বলিউডকেও। বলিউড হারাল তার ডিসকো কিংকে।

মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে গত ১ মাস ধরে ভর্তি ছিলেন গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ি। কিন্তু সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল কিছুটা। তবে বাড়ি গিয়েই ফের অসুস্থ হয়ে পড়েন বাপ্পি লাহিড়ি। মঙ্গলবার ফের ডাক্তারকে ডাকা হয় বাড়িতে। তড়িঘড়ি হাসপাতালে আবার তাঁকে নিয়ে যাওয়া হয় বলে খবর। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মঙ্গলবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ক্রিটিকেয়ার হাসপাতালের চিকিৎসক তথা ডিরেক্টর দীপক নামজোশি জানিয়েছেন, বর্ষীয়ান শিল্পীর শরীরে বয়সজনিত নানা সমস্যা ছিল। ওএসএ বা অবিস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপিনাতে মৃত্যু হয়েছে তাঁর।

বাংলার চেয়ে মুম্বইতেই বাপ্পি লাহিড়ির দাপট ছিল বেশি। আশি নব্বইয়ের দশকে বলিউডকে একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। ‘ডিসকো ডান্সার’ থেকে শুরু করে ‘চলতে চলতে’ তাঁর গান অমর হয়ে রয়েছে। ২০২০ সালে তার শেষ গান বাগি- ৩ এর জন্য। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে নেমেছে শোকের ছায়া।

বাপ্পি লাহিড়ির সঙ্গে বহু গান একসঙ্গে গেয়েছেন ঊষা উত্থুপ। একসঙ্গে বহু অনুষ্ঠানেও দেখা গেছে তাঁদের। বাপ্পি লাহিড়ির মৃত্যুর খবর পেয়ে তাই আর চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে কেঁদে ফেলেন শিল্পী।

ঊষা উত্থুপ বলেন, বাপ্পি লাহিড়ির আর আমি একসঙ্গে কত যে গান করেছি গুনে বলা যাবে না। একটার পর একটা হিট গান করেছি আমরা। আমার প্রতিটা অনুষ্ঠান ওঁর গান ছাড়া অসম্পূর্ণ। উনি সবসময় বলেছেন আমরা জুটি। আমি কিছু ভাবতেই পারছি না। ভগবান আমাদের আর কত আঘাত দেবেন!’