বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা:শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলছে জানা যাবে আজ। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানাবেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ। বেলা ১১ টায় সংবাদ সম্মেলনটি হবে।
বুধবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনিসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয় জাতীয় কমিটির। বৈঠকটি শুরু হয় রাত ১০টায়। শেষে হয় রাত ১১টার দিকে।
ভার্চুয়ালি হওয়া এই বৈঠক শেষে পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপ ডা. মো. সহিদুল্লা গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ কমে আসায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে আমরা মতামত দিয়েছি। তবে কবে থেকে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে তা জানাবেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা পরামর্শ দিয়েছি, দুই ডোজের টিকা নেওয়া শিক্ষার্থীরাই কেবল শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিং হবে।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ সম্প্রতি বলেছে, দীর্ঘ ছুটির কারণে দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা ক্ষতির মুখে পড়েছে।