বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সব জল্পনা-কল্পনার অবসান হলো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন এম রেজাউল করিম চৌধুরী। তিনি মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এই সিদ্ধান্ত ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড, গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা যাচাই করে উইনেবল ও ইলেকট্যাবল বিবেচনা করে শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন।’
গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে দলের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের সভানেত্রী মনোনয়ন প্রত্যাশী উপস্থিত সকলের উদ্দেশ্যে ভাষণ দেন।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত।
এবার মোট ১৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
নির্বাচন কমিশন আগামীকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
রেজাউল করিমের সংক্ষিপ্ত জীবনী
রেজাউল করিম ১৯৫৩ সালের ৩১ মে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিদার পরিবার বহরদার বাড়িতে জন্ম গ্রহন করেন। তিনি সরকারি মুসলিম হাই স্কুল থেকে এস এস সি পাস করেন। পড়াশোনার পাশাপাশি যোগ দেন তৎকালীণ পূর্ব পাকিস্তান ছাত্রলীগে। ১৯৬৯ সালে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ১৯৭১,
সভাপতি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ ১৯৭২-১৯৭৬,
দপ্তর সম্পাদক: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ ১৯৭২-১৯৭৩,
সাংগঠনিক সম্পাদক: ১৯৭৩-১৯৭৫,
সাধারণ সম্পাদক ১৯৭৬-১৯৭৮,
আহ্বায়ক: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটি ১৯৭৮।
চট্টগ্রাম মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্য,
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য, তথ্য ও গবেষণা সম্পাদক ১৯৯৭-২০০৬,
সাংগঠনিক সম্পাদক ২০০৬-২০১৪,
চট্টগ্রাম নাগরিক আন্দোলনের আহ্বায়ক।
চট্টগ্রাম উন্নয়নের দাবিতে গঠিত চট্টগ্রাম নাগরিক পরিষদ ও চট্টগ্রামের দুঃখ নামে খ্যাত চাকতাই খাল খনন সংগ্রাম কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।