Home Second Lead বাতিল হল খাদ্যগুদাম তৈরির প্রশিক্ষণে বিদেশ সফর

বাতিল হল খাদ্যগুদাম তৈরির প্রশিক্ষণে বিদেশ সফর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: খাদ্য মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার বিদেশ সফর বাতিল করে দিল পরিকল্পনা কমিশন। খাদ্য গুদাম তৈরির প্রশিক্ষণ নিতে তাদের বিদেশে যাওয়ার প্রস্তাব করা হয়েছিল। তা ‘অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে বাতিল করেছে পরিকল্পনা কমিশন।

সফর বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পরিকল্পনা কমিশনের সদস্য বেগম শরিফা খান জানান, প্রস্তাবনা মূল্যায়ন কমিটির (পিইসি) মঙ্গলবারের সভায় তাদের বিদেশ সফরের প্রস্তাবের নিন্দা করা হয়। সভায় জানানো হয়, দেশে ইতোমধ্যে খাদ্য গুদাম তৈরির প্রযুক্তি আছে এবং এ সফর ‘অপ্রয়োজনীয়’।

এর আগে, খাদ্য মন্ত্রণালয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কাছে ৬৯৩ কোটি টাকা ব্যয়ে ১৯৬টি খাদ্য গুদাম নির্মাণের জন্য ‘দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ শীর্ষক একটি প্রস্তাবনা পাঠায়। তাতে মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার বিদেশ সফরের জন্য ২ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়।