বিজনেসটুডে২৪ ডেস্ক
হিজাব বিতর্কে উত্তাল ভারত। এই বিতর্কের জেরে এবার পদত্যাগ করলেন কর্নাটকের এক শিক্ষিকা। তিনি এক কলেজের ইংরেজির অধ্যাপিকা।
তিনি অধ্যাপিকা চন্দিনী। কর্নাটকের তুমাকুরুর জৈন প্রি ইউনিভার্সিটি কলেজের অধ্যাপিকা। হিজাব খুলে কলেজে আসতে বলা হয়েছিল তাঁকেও। নিজের আত্মসম্মান রক্ষার্থে তাই চাকরি থেকে ইস্তফা দেন তিনি। কলেজ কর্তৃপক্ষের কাছে যে পদত্যাগপত্র তিনি দিয়েছেন তার ছবি সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত ১৬ ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন চন্দিনী।
তাঁর পদত্যাগপত্রে লেখা রয়েছে, এই কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আমি ইস্তফা দিচ্ছি। আমি গত ৩ বছর ধরে এই কলেজে হিজাব পরেই আসছি। আপনারা তা খুলতে বলেছেন। ধর্মের অধিকার সাংবিধানিক অধিকার, কেউ তা খণ্ডন করতে পারবে না। ধন্যবাদ।
চিঠিতে তিনি আরও লেখেন, আপনাদের এই অগণতান্ত্রিক কাজের আমি তীব্র বিরোধিতা করছি।
কর্নাটকের কলেজের ওই অধ্যাপকের লেখা পদত্যাগপত্রের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচুর মানুষ তা শেয়ারও করছেন। শুধু তাই নয়, চন্দিনীর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যমের কাছে ওই অধ্যাপক বলেন, তাঁর কলেজের প্রিন্সিপাল তাঁকে ডেকে বলেন, হিজাব বা কোনওরকম ধর্মীয় পোশাক কলেজের মধ্যে তিনি পরতে পারবেন না। কর্তৃপক্ষের এই নতুন সিদ্ধান্তে অপমানিত হন চন্দিনী। তাই পদত্যাগের সিদ্ধান্ত নেন।