বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: র্যাব-১৫ ঈদগাঁও বাজারের বাঁশঘাটা রোডের মোক্তার মার্কেট প্লাজার দ্বিতীয় তলায় ‘সাউথ ওভারসীজ’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮৫ টি পাসপোর্ট এবং ব্যাংকের চেকবইসহ একজনকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতের ওই অভিযানে ৯টি সীলমোহর ও ২টি স্টাম্প প্যাডও পাওয়া গেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি আবদুল জলিল (৩৫) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ইছাখালীর আবদুল জব্বারের ছেলে।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদে খবর আসে কতিপয় ব্যক্তি কক্সবাজারের ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে একটি অফিস কক্ষে বিভিন্ন অবৈধ পাসপোর্ট, নকল সীলমোহর ব্যবহারসহ অনৈতিক কাজ করে আসছে। ওই সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে জলিলকে আটক করা হয়। এসময় তার সহযোগী উপজেলার ইসলামাবাদ বোয়ালখালীর মৃত তাজর মুলুক প্রকাশ হাজী তাজু মিয়ার ছেলে নাজির হোসেন ভূট্টো কৌশলে পালিয়ে যায়। কক্ষে তল্লাশি চালিয়ে ৮৫টি ভিন্ন নামের বাংলাদেশী পাসপোর্ট, ৯টি সীলমোহর, ২টি স্ট্যাম্প প্যাড, ৩টি ব্যাংক চেক উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেছে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ করে আসছেন তারা। সংশ্লিষ্ট আইনে মামলা করে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে জলিলকে।