জাবরহাট ডিগ্রি কলেজে ওয়াশ ব্লক নির্মাণ কাজে গুরুতর অনিয়ম
মোঃ পারভেজ হাসান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও ) থেকে: জাবরহাট ডিগ্রি কলেজে ওয়াশ ব্লক নির্মাণ কাজে লোহার রডের পরিবর্তে ব্যবহার হচ্ছে বাঁশ। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ঐ নির্মাণ কাজ হচ্ছে। কাজ প্রায় শেষ পর্যায়ে।
বিষয়টি কলেজ কর্তৃপক্ষের দৃষ্টিতে এসেছে সোমবার। ২১ ফেব্রুয়ারি সকালে কলেজের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ওয়াশ ব্লক নির্মাণ কাজ পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধরা পড়ে।
কলেজের সহকারী অধ্যাপক তৈয়ব আলী জানিয়েছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৭ লাখ টাকায় তাদের কলেজে একটি ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
অধ্যক্ষ করিমুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা কলেজের শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য যান। শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ মাঠে নির্মাণাধীন ওয়াশ ব্লকের নির্মাণ কাজ পরিদর্শনে যান তারা।
এ সময় তারা দেখতে পান ওয়াশ ব্লকের জন্য সদ্য তৈরি করা স্লাবের (ঢাকনা) এক প্রান্তে বাঁশের বাতার অংশ বিশেষ বের হয়ে আছে। পরে স্লাব ভেঙে দেখেন, সেখানে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলীকে মোবাইল ফোনে জানান তারা। নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করার বিষয়টি এলাকায় জানাজানি হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ইঞ্জিনিয়ারকে বলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
কলেজের দাতা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর জানিয়েছেন, করোনার কারণে কলেজ বন্ধ ছিল। এ সময় ওয়াশ ব্লকের ভবন নির্মাণ কাজ তাদের সেভাবে তদারকি করা সম্ভব হয়নি। এখন স্লাবে রড়ের পরিবর্তে বাঁশ পাওয়া যাচ্ছে। তাহলে ভবন নির্মাণ কাজে কী ব্যবহার করা হয়েছে, তা আল্লাহই জানেন। এটা যাচাই করা জরুরি।
এ বিষয়ে নির্মাণ কাজের ঠিকাদার ফারুক হোসেন বলেন, তাকে না জানিয়ে সাইডের মিস্ত্রী এ কাজ করেছে। তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।