Home সারাদেশ সন্ত্রাসী হামলায় পিতা-পুত্র আহত

সন্ত্রাসী হামলায় পিতা-পুত্র আহত

আব্দুল খালেক (৭৫)
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা  থেকে: দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা-পুত্রের ওপর হামলা হয়েছে। তারা হলেন আবদুল খালেক (৭৫ ) এবং তার ছেলে সোহেল রানা (১১)। দু’জনকে বেড়ক প্রহার করা হয়েছে। আবদুল খালেকের মাথায় কোদালের কোপও দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খালেককে প্রহার করতে দেখে ছুটে এসে প্রতিবাদ করলে তাকেও বেধড়ক পিটানো হয়েছে। আহত পিতা-পুত্রকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেকের মাথার ক্ষতস্থানে ৫-৭ টি সেলাই প্রদান করেন।
 মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুর দু’টার দিকে এঘটনা ঘটে। পুলিশ এঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে।
জানা যায়, সপ্তাহ খানেক পূর্বে আবদূল খালেকের বাড়ি থেকে দু’টি বাইসাইকেল চুরি হয়। সন্দেহের বশে এ বিষয়ে জামাত আলীর পুত্র শরীফের (২২ ) কাছে জানতে চাওয়া হয়। এতে শরীফের পরিবারের লোকজন তর্কে লিপ্ত হয় খালেকের সাথে। এক পর্যায়ে হামলা চালায়।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুজনকে আটক করে পুলিশ। জামাত আলীর স্ত্রী তুছরা বেগম (৩২) ও তার ছেলে শরিফ (২২)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস জানান আহত দুজনের অবস্থা শঙ্কামুক্ত। বৃদ্ধ খালেকের মাথায় ধারালো অস্ত্রের জখমের চিহৃ আছে। সেখানে ৫-৭ টা সেলাই প্রদান করা হয়েছে। এছাড়াও কিশোর সোহেল রানার শরীরসহ তার অন্ডকোষে আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান সাইকেল চুরি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।। বৃদ্ধসহ দুজন জখম হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে আটক করেছি।