Home First Lead রুশ বাহিনী ঢুকে পড়েছে ইউক্রেনে, আছড়ে পড়ছে মিসাইল

রুশ বাহিনী ঢুকে পড়েছে ইউক্রেনে, আছড়ে পড়ছে মিসাইল

বিজনেসটুডে২৪ ডেস্ক

রুশ বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে ইউক্রেনে ঢুকে পড়েছে। একের পর এক মিসাইল আছড়ে পড়ছে ডনবাসে। রুশ সেনারা কিয়েভকে চারদিক থেকে ঘিরে ফেলেছে।

বুধবার মধ্যরাতেই ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিসাইল হামলা শুরু হওয়ায় ইউক্রেনের সমস্ত বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছে। বিপর্যস্ত হয়েছে মোবাইল সংযোগ ব্যবস্থাও। কিয়েভ, খারকিভেও মিসাইল হামলা চলছে। জরুরি অবস্থা জারি হয়েছে ইউক্রেনে।

ইউক্রেন প্রশাসনের তরফে জানানো হয়, দেশের অন্দরে অসামরিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। সরকারি ওয়েবসাইটগুলো হ্যাক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার রাতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের আশঙ্কার কথা বলেছিলেন। ইউরোপে সাঙ্ঘাতিক ভয়ঙ্কর এক যুদ্ধের পূর্বাভাস দিয়েছিলেন তিনি। সেনা আগ্রাসনের বিরোধিতা করে শান্তি বজায় রাখার কথা বলেছিলেন। কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ বোধহয় আর রোখা গেল না। পশ্চিমী দুনিয়া এতদিন যে আশঙ্কা করছিল তাই সত্যিই হল। মধ্যরাত পার হতেই সেনা অভিযানের ঘোষণা করে দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের উত্তরে ও উত্তর-পূর্বে সীমান্ত বরাবর সেনা সমাবেশ করেছে রাশিয়া। ক্রাইমিয়ায় এক বিমান ঘাঁটিতেও রুশ সেনাদের দেখা গিয়েছে। ফাইটার-বোম জেট উড়ে বেড়াচ্ছে আকাশে। সেনা কনভয় অস্ত্রশস্ত্র নিয়ে যাতায়াত করছে। কমব্যাট ইউনিট তৈরি হয়েছে। সারি সারি যুদ্ধ-ট্যাঙ্ক সাজানো সীমান্তে।

ইউক্রেনে রুশ হামলার তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর মতে ইউক্রেনে আচমকা সেনা অভিযান অযৌক্তিক, রাশিয়াকে এর মূল্য চোকাতে হবে।