বিজনেসটুডে২৪ ডেস্ক
রাশিয়ার যুদ্ধ ঘোষণার প্রভাব পড়েছে বিশ্ব শেয়ারবাজারে। হু হু করে নামছে সূচক। সেনসেক্সের সূচক নেমে গেছে ১৪৫৮ পয়েন্টে। এশিয়ার শেয়ারবাজারেও একই পরিস্থিতি।
জাপানের নিক্কেই ২.১৭ শতাংশ পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক নেমে গেছে ২.৬৬ শতাংশ। সাংহাই কম্পোজিটও ০.৮৯ শতাংশ কমেছে। ভারতের বাজারেও প্রভাব পড়েছে। টাটা মোটরস, টাটা স্টিল, ইউপিএল ও ইন্ডাসিন্ড ব্যাঙ্কের শেয়ার সূচকেরও পতন হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতিতে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন না বলে মনে করছে অর্থনীতিবিদরা।
বুধবার রাতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের আশঙ্কার কথা বলেছিলেন। ইউরোপে সাঙ্ঘাতিক ভয়ঙ্কর এক যুদ্ধের পূর্বাভাস দিয়েছিলেন তিনি। সেনা আগ্রাসনের বিরোধিতা করে শান্তি বজায় রাখার কথা বলেছিলেন। পশ্চিমী দুনিয়া এতদিন যে আশঙ্কা করছিল তাই সত্যিই হল। মধ্যরাত পার হতেই সেনা অভিযানের ঘোষণা করে দিয়েছে রাশিয়া।
ইউক্রেনের উত্তরে ও উত্তর-পূর্বে সীমান্ত বরাবর সেনা সমাবেশ করেছে রাশিয়া। ক্রাইমিয়ায় এক বিমান ঘাঁটিতেও রুশ সেনাদের দেখা গিয়েছে। ফাইটার-বোম জেট উড়ে বেড়াচ্ছে আকাশে। সেনা কনভয় অস্ত্রশস্ত্র নিয়ে যাতায়াত করছে। কমব্যাট ইউনিট তৈরি হয়েছে। সারি সারি যুদ্ধ-ট্যাঙ্ক সাজানো সীমান্তে।