Home First Lead ইউক্রেনের কয়েক শ’ সেনা নিহত, তেলের দর ছাড়িয়ে গেছে ১০০ ডলার

ইউক্রেনের কয়েক শ’ সেনা নিহত, তেলের দর ছাড়িয়ে গেছে ১০০ ডলার

বিজনেসটুডে২৪ ডেস্ক

বৃহস্পতিবার সকাল থেকে রাশিয়ার সেনা অভিযানের কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেনের কয়েকশ সেনা ইতিমধ্যে নিহত হয়েছে। রাশিয়া এই দাবি করে বলেছে যে ইউক্রেনের বিভিন্ন শহরে তারা ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া ।  ইউক্রেনও  দাবি করল যে রাশিয়ার পাঁচটি বিমানকে গুলি করে নামিয়েছে তারা।

যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে সব দেশেই নিম্নগামী হয়েছে শেয়ার সূচক। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে ১০০ ডলার।

ইউক্রেনের ডেপুটি ইন্টিরিয়র মিনিস্টার অ্যান্তন জেরাশচেঙ্কো বলেন, রাশিয়া তাঁদের দেশের সেনা ঘাঁটি, বিমান বন্দর, ও সেনাবাহিনীর গুদাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মূলত কিয়েভ, খারকভ এবং নিপার শহরের আশপাশেই আঘাত করেছে ক্ষেপণাস্ত্রগুলি। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, কিয়েভ শহরের প্রধান বিমান বন্দরের আশপাশ থেকে গুলিরও আওয়াজ শোনা গিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের দাবি, তাদের ক্ষেপণাস্ত্রগুলি নিখুঁত লক্ষ্যে আঘাত করেছে। গুঁড়িয়ে গিয়েছে ইউক্রেনের বিমান ঘাঁটিগুলি। আকাশপথে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। অন্যদিকে ইউক্রেনের দাবি, তারা পাঁচটি রুশ বিমান ধ্বংস করেছে।

ইউক্রেনের ডেপুটি ইন্টিরিয়ার মিনিস্টার অ্যান্টন গেরাশচেঙ্কো বলেন, কিয়েভ, খারকভ এবং নিপার শহরে সেনাবাহিনীর সদর দফতর, বিমান বন্দর এবং সেনাবাহিনীর গুদামে আঘাত হেনেছে রুশ মিসাইল। স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, কিয়েভ শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। শহরের প্রধান বিমান বন্দরের কাছেও শোনা গিয়েছে গুলির শব্দ।

জাতিসংঘের মহাসচিব  পুতিনের কাছে আবেদন জানিয়েছেন, মানবিক কারণে যুদ্ধ বন্ধ করুন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইউক্রেনে অস্ত্রশস্ত্র পাঠাবেন।

শুধু সাধারণ নাগরিক নয়, রাশিয়ার ছোড়া গোলাতে ক্রেমলিন সীমান্তে প্রাণহানি হয়েছে ৪০ সেনারও। ইউক্রেন সেনার তরফে মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে লুহানস্কের দু’টি শহর আত্মসমর্পণ করেছে বলে খবর। ইতিমধ্যে ২৩টি প্রদেশে হামলা চালিয়েছে রাশিয়া। শহরে শহরে চক্কর কাটছে রুশ যুদ্ধবিমান। নামছে প্যারা ট্রুপাররা। তিনদিক থেকে ঘিরে ফেলা হয়েছে ইউক্রেনকে। সবমিলিয়ে সেই দেশজুড়ে বারুদের গন্ধ। আতঙ্কে কাঁপছেন নাগরিকরা।

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধলে ইউরোপ তথা বিশ্বের অর্থনীতিতে যে এর বিরাট প্রভাব পড়বে, সে আশঙ্কা আগে থেকেই ছিল। হলও তাই। পুতিন  ইউক্রেনে সামরিক অভিযানের সিদ্ধান্ত ঘোষণা করতেই রেকর্ড হারে বেড়ে গেল তেলের দাম।

Ukraine-Russia Conflict: Brent crude oil futures on Thursday crossed $100 per barrel mark

ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য পেরিয়ে গিয়েছে ১০০ ডলার। গত সাত বছরের মধ্যে প্রথমবার ১০০ ডলার পেরল অপরিশোধিত তেলের দাম। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ১০০ ডলার পেরিয়েছিল অপরিশোধিত তেলের মূল্য। এই মুহূর্তে ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে ১০১.৩৪ ডলার। অপরিশোধিত তেলের দামও বেড়ে হয়েছে ৯৬.৩২ ডলার। এটিও ২০১৪ সালের পর সর্বোচ্চ।

সৌদি আরবের  পর রাশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। ইউরোপের অনেক দেশের গ্যাসের উৎসও রাশিয়া। বিশেষজ্ঞদের ধারণা, তেলের দামের ওপর ইউক্রেন-রাশিয়া সংকটের আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। কারণ, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর পুতিনের দেশের উপর ইউরোপের একাধিক দেশ নিষেধাজ্ঞা জারি করতে পারে। সেটা হলে গোটা ইউরোপজুড়ে তেলের তীব্র সংকট তৈরি হতে পারে। আর শুধু তেল নয়, জ্বালানি গ্যাসের দামেও বিরাট প্রভাব ফেলবে এই যুদ্ধ। ইউরোপের অনেক দেশের গ্যাসের উৎসও রাশিয়া। রাশিয়া থেকেই ইউরোপের  প্রায় ৩৫ শতাংশ গ্যাস সরবরাহ করা হয়। যার ফলে ইউরোপজুড়ে জ্বালানি গ্যাসেরও সংকট তৈরি হতে পারে।