Home কৃষি ভেজাল সার ও কীটনাশকে সয়লাব চিলমারী

ভেজাল সার ও কীটনাশকে সয়লাব চিলমারী

ভেজাল সার
নয়ন দাস, কুড়িগ্রাম থেকে:চিলমারী উপজেলার হাট-বাজারগুলোতে ভেজাল সার ও কীটনাশক  দেদারছে বিক্রি হচ্ছে। এতে  চলতি মৌসুমের ইরি-বোরো আবাদের ক্ষতি হওয়ায় চাষিরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকার কৃষক আমিনুল ইসলাম(৬০) জানান, থানাহাট বাজার থেকে রাসায়নিক সারের দোকান থেকে সার কিনে এনে ইরি-বোরোর জমিতে প্রয়োগ করি। সার প্রয়োগের ১০ দিন পরও কোন সুফল মেলেনি।
একই ইউনিয়নের বালাবাড়ীহাট এলাকার কৃষক আবু সাইদ জানান থানাহাট বাজার থেকে কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করি,  কোন ফল পাওয়া যায়নি।
তথ্যাভিজ্ঞমহল মনে করেন, সার ও কীটনাশক দোকানগুলোতে নজর দারি না থাকার কারনে  অসাধু ব্যবসায়ীরা ভেজাল সার ও কীটনাশক  দেদারছে বিক্রি হচ্ছে। প্রতি সপ্তাহে বা প্রতিমাসে দোকান গুলোতে অভিযান যদি চালানো হয় তাহলে ব্যবসায়ীরা ভেজাল সার ও কীটনাশক ওষুধ বিক্রি করতে পারবে না।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কুমার প্রনয় বিষান দাসের সাথে ফোনে কথা হলে তিনি জানান অনেক কৃষক সার ও কীিটনাশক প্রয়োগ করে আশানুরূপ ফলাফল না পাওয়ায় অফিসে অভিযোগ করে।
গত ২০ ফেব্রুয়ারী অভিযান চালিয়ে থানাহাট বাজারের এক দোকান থেকে নকল জিংক সার ১০প্যাকেট আর থিয়োভিট ভিটামিন ৩০ প্যাকেট জব্দ করে পরীক্ষার জন্য রংপুর এবং ঢাকা পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।