রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী থেকে: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে পটুয়াখালীতে ২ দিনব্যাপি ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন বালক বালিকাদের ভলিবল, ক্রিকেট, হকি, ব্যাটমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিনিং দৌড়, লাফসহ বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মাঠে জাতীয় স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি পটুয়াখালী এর আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কমকর্তা জান্নাত আরা নাহিদ।
সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন এর সভাপতিত্বে এবং সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার,এইচ এম মিজানুর রহমানএর সঞ্চালনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির।
এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, মাদ্রাসার অধ্যক্ষ,সুপারবৃন্দ, শারীরিক শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন বালক ক্রিকেট আবদুল হাই বিদ্যানিকেতন, হকিতে সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়, ভলিবলে বোতল বুনিয়া স্কুল এন্ড কলেজ, টেবিল টেনিসে বদরপুর শহিদ স্মৃতি এবং বালিকা ক্রিকেট, টেবিল টেনিস ও হকিতে শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়, ভলিবলে ডোনাবান মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।