Home First Lead আজিজ জহুর মহিউদ্দিনের পথে চলবো: রেজাউল

আজিজ জহুর মহিউদ্দিনের পথে চলবো: রেজাউল

রেলস্টেশনে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন রেজাউল করিম চৌধুরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা ও ঢাক-ঢোল বাজিয়ে তুমুল উচ্ছ্বাসের মধ্য দিয়েবরণ করে নিয়েছেন। আজ বুধবার বিকেল তিনটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম রেল স্টেশনে ফেরার পর রেজাউলকরিম চৌধুরীকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকহাজার নেতাকর্মী বরণ করে নেন।

বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উপস্থিত ছিলেন না। চিকিৎসাধীন অসুস্থ মাতাকে নিয়ে ক্লিনিকে ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি বলে জানানো হয়েছে।

রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের হারানো গৌরব ফিরিয়ে দিতে চাই উল্লেখ করে বলেন, ‘এই চট্টলা একসময় সৌন্দর্যের রাণী ছিল। আজ পাহাড় কাটায় চট্টলা ধ্বংসের মুখে, নদী দূষণে কর্ণফুলী আজ মরে যেতে বসেছে। আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি এই চট্টগ্রামকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, নির্মল, পরিবেশবান্ধব করে পরিকল্পিতভাবে গড়ে তুলব। তা একজনের পক্ষে সম্ভব নয়। সমন্বিত উদ্যোগ দরকার। আমি চট্টগ্রামের সুশীল সমাজ, সাংবাদিক, পেশাজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, নগরপরিকল্পনাবিদ, মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল এবং প্রগতির পক্ষে, যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ও বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে সেই সর্বস্তরের জনগণকে নিয়ে পরামর্শ করে কাজ করবো।

একটা কথা দিতে পারি, অর্থ বিত্তের প্রতি আমার কোনো মোহ নেই। প্রয়াত এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী ও চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীরা যে পথে গিয়েছেন, আমিও সেই পথে যাবো।’

চট্টলার শেখ মোজাজফর আহমদ, এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এম এ হান্নান, এম এ মান্নান, কাজেম আলী মাস্টার, মনিরুজ্জামান ইসলামাবাদী, আতাউর রহমান খান কায়সার, আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং সদ্যপ্রয়াত চট্টলবীরএবিএমমহিউদ্দিন চৌধুরীকে কৃতজ্ঞ চিত্তে স্মরণকরে রেজাউল করিম চৌধুরীবলেন, চসিক নির্বাচনে মেয়রপদে যারা মনোনয়ন চেয়েছিলেন সবাই যোগ্য প্রার্থী। কিন্তু নেত্রী আমার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি, এছাড়া আর কিছু নই। কথা দিতেপারি, এ বি এম মহিউদ্দিন চৌধুরী ১৭ বছর এই চট্টল বাসীর সেবা করেছেন। এই চট্টগ্রামকে সমগ্র বাংলাদেশে একটা মডেল সিটি হিসেবে উপহার দিয়েছেন। পরের ৫বছর সিটি কর্পোরেশন আমাদের হাতে ছিল না। আবার ২০১৫ সালে এই সিটি করপোরেশন আমাদের হাতে এসেছিল। মহিউদ্দিন চৌধুরী যে উন্নয়ন করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির সে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। আমি যদি আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হতে পারি সেই ধারা বহমান রাখব।

সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেমউদ্দিনআহমদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরীবাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, এম এ রশিদ, কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল, সফর আলী,সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দনধর, মশিউর রহমান চৌধুরী, গিয়াসউদ্দিন, নগর যুবলীগের সভাপতি মহিউদ্দিন বাচ্চু, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।