ককসবাজারে একটি অভিজাত হোটেল মিলনায়তনে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত শনিবার । কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ককসবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক জসিম উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। ক্যাব জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও খাদ্য অধিকার বাংলাদেশ জেলা কমিটির সাধারন সম্পাদক সরোয়ার আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মানবাধিকার কর্মী দেলুয়ার হোসেন চৌধুরী, ছাত্রদের মধ্যে আবদুল্লাহ আল সিফাত, শাকিল হোসাইন, মেহাম্মদ আরাফাত ও আনসারুল করিম প্রমুখ।
সভায় বলা হয় দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সবকটি আন্দোলনে তরুণ সমাজ নেতৃত্ব প্রদান করলেও ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে তাদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠি নিজেদের ফায়দা হাসিলের কারণে তরুণ সমাজ বিভ্রান্ত হয়ে দেশ ও জাতি গঠনমুলক কাজ থেকে বিমুখ হয়ে আছে। কর্পোরেট সংস্কৃতির আগ্রাসনে পড়াশুনা শেষ না করতেই তরুণদের নানা লোভনীয় অফার দিয়ে খন্ডকালীন চাকরি দেয়া হলেও পরক্ষণে তার যবনিকা ঘটে। পরবর্তীতে এর সর্বশেষ পরিণতি হয় অকালে সম্ভাবনাময় অনেক জীবন নষ্টহয়ে যায়। তাই পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা উন্নয়নে প্রযোজনীয় জ্ঞান অর্জনের বিকল্প নেই।
সভায় আরও বলা হয় ককসবাজার দেশের পর্যটন রাজধানী। শহরটি পর্যটক বান্ধব, ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সামাজিক আন্দোলন রচনায় বর্তমান প্রজন্মের তরুণদের নেতৃত্ব প্রদান করতে হবে। সেকারণেই ককসবাজারে ক্যাব যুব গ্রুপ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। যা অতি অল্প সময়ে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করা হয়।