হিলি ( দিনাজপুর ) থেকে মোঃ নুরুজ্জামান হোসেন : হিলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।
৮মার্চ মঙ্গলবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, কাঁচামালের দোকানগুলোতে কমেছে কাঁচা মরিচের সরবরাহ। প্রভাবে বেড়েছে দাম। হিলি বাজারের আসা কয়েকজন বলেন, বাজারে সব জিনিসের দাম বেড়েই চলেছে। সেই সাথে বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারে কয়েকদিন আগে কাঁচা মরিচ ২৫/৩০ টাকায় কিনলাম। এরপর সেদিন কিনলাম ৫০ টাকা কেজি আজ বাজারে এসে শুনি প্রতি কেজি ৮০ টাকা।
দোকানিরা বলেন,দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারনে কঁচা মরিচের গাছ মরে যাওয়া, ফুল ঝরে পড়ায় কাঁচা মরিচের উৎপাদন কিছুটা ব্রাহত হয়েছে। যার প্রভাবে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে, আমাদের বেশি দামে কিনতে হচ্ছে ফলে দামও বেড়েছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। আজ আমরা বাজারে ৮০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছি।