বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণের পথ রুখতে চীনের উহানের মহিলা স্বাস্থ্যকর্মীরা চুল কেটে ফেলছেন।
উহানে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে যতটা না বেশি ভয়, তার চেয়ে বেশি ভয় সুস্থদের নিয়ে। কারণ যে কোনও দিন যে কোনও সময়ে আক্রান্ত হয়ে যাবেন তাঁরা। আর এ সংক্রমণ এতই দ্রুত ও সুক্ষ্ম মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যে একে আটকানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চিকিৎসার চ্যালেঞ্জের চেয়েও এই চ্যালেঞ্জ আরও কঠিন। সেই কারণেই এই চুল কাটার সিদ্ধান্ত।
এই চুল কেটে ফেলার ফলে দু’ভাবে উপকার হবে বলে মনে করেন তাঁরা। প্রথমত, চুলের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ এড়ানো যাবে। দ্বিতীয়ত, হাসপাতালে কাজ করার সময়ে যে বিশেষ পোশাক পরতে হচ্ছে, তা পরা ও বদল করা আরও একটু সহজ হবে। শুধু তাই নয়, তাঁরা চুল আঁচড়ানোরও সময় পাচ্ছেন না গত দু’মাস ধরে। অবশ্য চুল আঁচড়ানো দূরের কথা, খাওয়াদাওযাও দিনের মধ্যে এক বারে এসে ঠেকেছে তাঁদের। এমনকি শৌচকর্ম করতে যাতে সময় নষ্ট না হয়, সে জন্য ডায়াপার পরেই কাজ চালাচ্ছে তাঁরা।