Home First Lead ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি রাশিয়ার

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি রাশিয়ার

বিজনেসটুডে২৪ ডেস্ক

এবার রাশিয়ার পাল্টা হুমকি। নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ  বন্ধ করা হতে পারে বলে জানাল। পশ্চিমী দেশগুলো গত দু’সপ্তাহে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার ওপর।

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রাশিয়ায়।  ২০১৭ সালের হিসাবমতো সেখানে রয়েছে ১৬ লক্ষ ৮৮ হাজার কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস। বিশ্বে মোট যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে, তার অর্ধেক সঞ্চিত আছে রাশিয়ায়। নর্ড স্ট্রিম হচ্ছে গ্যাসের পাইপ লাইনের নাম। বাল্টিক সমুদ্রের নীচে ওই পাইপ লাইন পাতা হয়েছে। তার মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করা হয়।

 

Gas Supply
নর্ড ওয়ান পাইপ লাইন

নর্ড স্ট্রিম ওয়ান পাইপ লাইনের মালিক নর্ড স্ট্রিম এজি নামে এক সংস্থা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা গাজপ্রোমের অংশীদার নর্ড স্ট্রিম এজি। ২০১১ সালে নর্ড স্ট্রিম ওয়ানের পাইপ লাইন পাতা হয়। ৮ নভেম্বর সেই লাইনে গ্যাস সরবরাহ শুরু হয়। প্রতি বছর ওই পাইপ লাইনে ১৯০০ কোটি কিউবিক ফিট গ্যাস সরবরাহ করা হয়।

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী সোমবার বলেন, নর্ড স্ট্রিম ওয়ান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। বর্তমানে পূর্ণ শক্তিতে গ্যাস পরিবহণ করছে ওই পাইপ লাইন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আন্তর্জাতিক গ্যাসের বাজারে দেখা দিয়েছে সংকট। অনেকেই আশঙ্কা করছেন, রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে। ফলে গ্যাসের দাম ৮০ শতাংশ পর্যন্ত বেড়েছে।