চাঁপাইনবাবগঞ্জ থেকে বদিউজ্জামান রাজাবাবু: শিবগঞ্জে বঙ্গবন্ধু ম্যাঙ্গো মিউজিয়ামে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আম সম্মেলন।
আমের জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পরিচিত করতে আগামী ২৮ মার্চ থেকে ২ দিনের সম্মেলন সফল করতে বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বীর সভাপতিত্বে এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সিউলী বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা আরিফুল ইসলাম সহ আম চাষি , আম ব্যবসায়ী ও রপ্তানীকারকরা উপস্থিত ছিলেন।
সভায় ২৮ ও ২৯ মার্চ আম সম্মেলনে সম্ভাব্য তারিখ নির্ধারন করে তা সফল করার লক্ষ্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আমের দাম বৃদ্ধি ও আম নিয়ে যে বিভিন্ন সংকট চলছে তা সমাধান এবং দেশ ও বিদেশে চাঁপাইনবাবগঞ্জের আম এবং জেলার পর্যটন এলাকাগুলো তুলে ধরার কৌশল নিয়ে আলোচনা করা হয়।