Home Second Lead সুলতান সুলেমান মসজিদে রাশিয়ার গোলাবর্ষণ

সুলতান সুলেমান মসজিদে রাশিয়ার গোলাবর্ষণ

সুলতান সুলেমান মসজিদ

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলে বন্দরনগরী মারিউপুলে সুলতান সুলেমানের জাঁকালো মসজিদটিতে রাশিয়ার সামরিক বাহিনী গোলাবর্ষণ করেছে। সেখানে তুরস্কের নাগরিকসহ শিশু ও বৃদ্ধরা আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কিয়েভ বলছে, লোকজনকে মারিউপুলের বাইরে যাওয়ার সুযোগ দিচ্ছে না রাশিয়া। সেখানে একটি স্থানকে ঘেরাও করে রাখা হয়েছে, যাতে কয়েক হাজার লোক আটকা পড়েছেন।

বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করেছে মস্কো।