Home সারাদেশ পটুয়াখালীতে যুবলীগ ছাত্রলীগের বিক্ষোভ

পটুয়াখালীতে যুবলীগ ছাত্রলীগের বিক্ষোভ

পটুয়াখালী থেকে রাকিবুল ইসলাম তনু: বিএনপি ও জামায়াতের অপতৎপরতা ষড়যন্ত্র রুখতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী যুবলীগ ও ছাত্রলীগ।
রবিবার  পটুয়াখালী সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। মিছিল শেষে কলেজ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন।তিনি বলেন, যুবলীগ ও ছাত্রলীগ মাঠে থাকলে কোন অপশক্তি আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। বিএনপি ও জামায়াত চক্র এ দেশের উন্নয়ন ধংস করতে চায়। জামায়াত বিএনপি যদি কোনো ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করে তবে আওয়ামী লীগের সাথে যুবলীগ ও ছাত্রলীগ সেটা কঠোর ভাবে দমন করবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম, জেলা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি এডভোকেট শহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক সৈয়দ মোঃ সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হৃদয় আশিষ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল বাশার আরজু, সাধারন সম্পাদক মোঃ কাজী ইমরান সহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।