Home Second Lead লন্ডনের রেলস্টেশনে বাংলায় লেখা সাইনবোর্ড

লন্ডনের রেলস্টেশনে বাংলায় লেখা সাইনবোর্ড

বিজনেসটুডে২৪ ডেস্ক

লন্ডনের বুকে রেলস্টেশনে বাংলায় লেখা সাইনবোর্ড। ব্রিটেনের গণপরিবহণের ইতিহাসে তাৎপর্যপূর্ণ সংযোজন।

পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত এক এলাকার মেট্রো রেলস্টেশনের নাম লেখা হয়েছে বাংলায়। বৃহস্পতিবার থেকে ব্যস্ততম হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা অক্ষরেও শোভা পাচ্ছে। হোয়াইটচ্যাপেল স্টেশনের নামটি বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি (টিএফএল)।

লন্ডনের ব্যস্ততম এই এলাকার স্টেশনটির নাম বাংলায় লেখার বিষয়টিকে অত্যন্ত গৌরবের বলে মনে করছেন প্রবাসীরা। তাঁরা বলছেন, বহুদিন ধরে বাংলা ও বাঙালির শক্তি ও সামর্থ্যের জানান দেবে।

স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’ লেখার পাশাপাশি স্টেশনের প্রবেশপথে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’ও শোভা পাচ্ছে। এক বছরের বেশি সময় ধরে হোয়াইটচ্যাপেল স্টেশনের সংস্কারকাজ চলছে। হিথরো বিমানবন্দরের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য ‘কুইন এলিজাবেথ’ লাইনের সংযোগ থাকছে এই স্টেশনে। সেই সংস্কারকাজ চলার সুযোগে স্টেশনের নামটি বাংলায় লেখার দাবি উঠেছিল। অবশেষে সেই দাবি মানা হল।

 

 

ভারতে ব্রিটিশ শাসনের সময় থেকেই বহু বাঙালি ওই অঞ্চলে বসবাস করতেন। ওই অঞ্চলের ৪০ শতাংশ মানুষই বাঙালি। এমনকী ওই এলাকায় বেশিরভাগ দোকানের নাম আগে থেকেই বাংলায় লেখা।

এক বছরেরও বেশি সময় ধরে দাবি চলছিল হোয়াইটচ্যাপেল স্টেশনের নামও বাংলায় লিখতে হবে। দীর্ঘদিন সংস্কারের জন্য বন্ধ ছিল এই স্টেশনটি। সম্প্রতি সেটি চালু হয়েছে। তারপরই এল এই সুখবর। হোয়াইটচ্যানেল স্টেশনে এখন শোভা পাচ্ছে বাংলায় লেখা সাইনবোর্ড। এতে খুশি আপামর বাঙালি।