নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সোবহান আলম: দিনাজপুরের নবাবগঞ্জে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা শুরু হয়েছে ।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরের শহীদ মিনার মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ।
এর আগে সকাল ৭টায় সাংসদ শিবলী সাদিক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম,ওসি মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা , বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ স্কুল-কলেজ, পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মেলায় বিভিন্ন ধরনের ৩৭টি স্টল বসেছে। এতে অংশ নিয়েছে সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
এ মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জনকে তুলে ধরা হবে। এছাড়া বিভিন্ন উদ্ভাবনী মেলায় প্রদর্শন করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতাসহ এরপর বিকেল পাঁচটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা চত্তরের শহীদ মিনার মাঠে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু, মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২৩ মার্চ সমাপনী দিন বিকেল পাঁচটায় আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ক্যাটাগরিভিত্তিক বিজয়ী স্টল ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে।